‘তরিকুল ইসলাম ছিলেন দেশপ্রেম ও আদর্শের প্রতীক’— বললেন জেলা বিএনপি সভাপতি সাবু
স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদ্য প্রয়াত জননেতা তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা জামিয়া ইসলামিয়া শামসুল উলুম মাদ্রাসায় এক দোয়া মাহফিলের আয়োজন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এই দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, “জননেতা তরিকুল ইসলাম ছিলেন দেশপ্রেম এবং আদর্শের প্রতীক। তিনি যশোর ও দেশের মানুষের জন্য যে অবদান রেখে গেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ অনুসরণ করে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার আদায়ে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, যশোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম ও শেখ শহিদুল বারী রবু, এবং সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল।
বক্তারা প্রয়াত জননেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জনগণের কল্যাণে তার আদর্শকে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন। দোয়া মাহফিল শেষে তরিকুল ইসলামের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।




