বেনাপোলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিএনপির নেতা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

“তোমারই আগামী দিনের বাংলাদেশ,স্বশিক্ষিত তোমাকে হতেই হবে”এই প্রত্যয়কে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার  সাড়ে ১১ টার সময় বেনাপোলের পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুল ইসলাম। এতে উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়, গার্লস স্কুল ও ৩৬টি মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্ত ১৮৪ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর প্রফেসর ড. আব্দুল মতিন,সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম,
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মানিক কুমার সাহা, বেনাপোল ডিগ্রি কলেজ অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান, শার্শা উপজেলা কলেজ কমিটি সভাপতি প্রফেসর মামুনুর রশিদ, উপজেলা কলেজ কমিটি সাধারণ সম্পাদক, আলমগীর কবির।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু,বেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, বাহাদুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর,পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম।

বক্তারা বলেন, নতুন প্রজন্মই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাদের মেধা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হলে পরিবার ও সমাজকে একসাথে কাজ করতে হবে।

আয়োজক আলহাজ্ব মো. নুরুজ্জামান লিটন বলেন, কৃতী শিক্ষার্থীরা শার্শার গর্ব। তারা ভবিষ্যতে দেশের জন্য কাজ করবে, এটাই আমাদের প্রত্যাশা। তাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতেই এই সংবর্ধনার আয়োজন।

সংবর্ধিত শিক্ষার্থীরা জানান, এমন সম্মাননা ও স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পড়াশোনায় আরও উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে।