স্বাধীন কন্ঠ ডেস্ক
রাজধানীর রমনায় সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চ লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন।
শনিবার (৮ নভেম্বর) দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল যৌথ বিবৃতিতে এ ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
তারা বলেন, চার্চে একটি অনুষ্ঠানে অতিথি সমাগমের আগের রাত এ ধরনের হামলার ঘটনা খুবই উদ্বেগজনক। সারা দেশের চার্চগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদারে সরকারকে উদ্যোগ নিতে হবে। স্থিতিশীলতা বিনষ্টকারী যেকোনও তৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকতে হবে।
এর আগে শুক্রবার (৭ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে রমনা এলাকায় সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
চার্চ কর্তৃপক্ষ জানায়, শনিবার সকালে চার্চে একটি ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। যেখানে বিভিন্ন চার্চ থেকে প্রায় ৬০০ অতিথি অংশ নেওয়ার কথা। ওই অনুষ্ঠানের আগ মুহূর্তে দুস্কৃতিকারীরা দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি চার্চের বাইরে বিস্ফোরিত হয়, আরেকটি চার্চের ভেতরে পড়ে থাকলেও বিস্ফোরিত হয়নি। পরে পুলিশ অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে।




