যশোরে আ’লীগের তিন কর্মীর বাড়িতে ককটেল বিস্ফোরণ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরের কোতোয়ালি থানার আরবপুর ইউনিয়নের সুজলপুর তেঁতুলতলা এলাকায় মঙ্গলবার গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেঁতুলতলা মোড় এলাকার বাসিন্দা মোঃ রফিক (৫৫), মোঃ শরিফুল ইসলাম (৪৮) ও মোঃ নজরুল ইসলাম (৫০)–এর বাড়ির আশপাশে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে বাড়ির লোকজন বাইরে এসে দেখতে পান ঘরের জানালা, গেট ও সানসেটের পাশে বিস্ফোরণের চিহ্ন রয়েছে।

স্থানীয়দের ধারণা, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এলাকাবাসীর একাংশের মতে, পূর্ব রাজনৈতিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তারা জানান, ভুক্তভোগীরা পূর্বে আওয়ামী লীগ সমর্থক ছিলেন, সম্ভবত প্রতিপক্ষ রাজনৈতিক দলের সদস্যরা এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।

বিস্ফোরণের পর ভিকটিমরা ‘ট্রিপল নাইনে’ ফোন দিলে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের শনাক্তে কাজ করছে।