বেনাপোলে নদীর পাড় থেকে নবজাতক উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের বেনাপোল পোর্টথানার পৌর এলাকার ২নং ওয়ার্ডের গাজীপুর ও নামাজ গ্রামের মাঝে অবস্থিত হাকড় নদীর পাড় থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে স্থানীয় লোকজন নদীর পাড়ে শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করেন। শিশুটিকে উদ্ধারের পর আপাতত স্থানীয় একটি পরিবারের হেফাজতে রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তার স্বাস্থ্য ও নিরাপত্তার উপর নজর রাখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আলী হোসেন কালু জানান, বুধবার সকাল ৭টার দিকে তার বসতবাড়ীর পার্শ্বে বাঁশ বাগানের মধ্যে তিনি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান। তার স্ত্রী নারগিস বেগমসহ স্থানীয় লোকজন বাঁশ বাগানে গিয়ে দেখতে পান একজন বুদ্ধি প্রতিবন্ধী মহিলা শুয়ে আছেন। পাশে তার নবজাতক সন্তান পড়ে আছে। তখন আলী হোসেনের স্ত্রী সহ আশেপাশের লোকজন মিলে বস্ত্রহীন পাগলীর শরীরে কাপড় পরিয়ে বাচ্চার নাড়ি কাটেন। পরবর্তীতে পাগলী তার বাচ্চার মুখ দেখে বাচ্চাকে রেখে অজ্ঞাতস্থানে চলে যান। অনেক খোঁজাখুঁজি করেও পাগলীকে আর খুঁজে না পাওয়ায় আলী হোসেন কালু শিশুটিকে নিজেদের হেফাজতে রাখেন।আলী হোসেন কালু ও তার পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক ভাবে দত্তক হিসেবে নিজেদের কাছে রেখেছেন।

এলাকার মানুষ বেনাপোল পৌরসভায় খবর দিলে, পৌর কার্যালয়ের দায়িত্বে থাকা প্রশাসক এবং শার্শা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাজিব হাসান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির খোঁজ-খবর নেন।

উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান জানিয়েছেন, নবজাতকের স্বাস্থ্য ও অন্যান্য বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে এবং চিকিৎসকের তত্ত্বাবধানে শিশুটি সুস্থ আছে। তিনি বলেন, আপাতত প্রশাসনের মনিটরিং ও আর্থিক সহায়তায় উদ্ধারকারী পরিবারের কাছে নবজাতক শিশুটি আছে। পরবর্তীতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।