স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের উপশহর এলাকার একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের দাবিতে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর কাছে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। বুধবার এলাকাবাসীর পক্ষে এই স্মারকলিপি প্রদান করা হয়। রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় গাড়ি চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, উপশহরের পার্কের পাশ দিয়ে যাওয়া টিএনটি অফিস মোড় থেকে সারথী মিল পর্যন্ত হাউজিং এস্টেটের এই রাস্তাটির দৈঘ্য ১ দশমিক ৫ কিলোমিটার এবং প্রস্থ ৬ দশমিক ১ মিটার।
এলাকাবাসীর ভাষ্যমতে, ১৯৮০-এর দশকে রাস্তাটিতে একবার মাত্র পিচের ঢালাই করা হয়েছিল। এরপর আজ দীর্ঘ প্রায় ৩৫ বছর যাবৎ রাস্তাটিতে কোনো প্রকার মেরামত বা কার্পেটিং করা হয়নি। ফলে রাস্তাটি এখন চলাচলের সম্পূর্ণ অনুপোযোগী হয়ে পড়েছে।
রাস্তার বেহাল দশার কারণে রাস্তার উত্তর পাশে বসবাসরত বাসিন্দাদের চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে। ভাঙাচোরা এবং খানাখন্দে ভরা এই রাস্তায় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। দ্রুত রাস্তাটি সংস্কার না করা হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর পক্ষে গণস্বাক্ষরিত স্মারকলিপিটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এর কাছে পেশ করা হয়। এলাকাবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান করেন ইখতিয়ার উদ্দিন।
দ্রুততম সময়ের মধ্যে টিএনটি অফিস মোড় থেকে সারথী মিল পর্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কার বা কার্পেটিং করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা ইউএনও-এর কাছে জোর দাবি জানিয়েছেন।




