স্থায়ী নিয়োগের দাবিতে যশোরে বিদ্যুৎ শ্রমিকদের স্মারকলিপি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
বিদ্যুৎ বিভাগের সকল ক্ষেত্রে আউটসোর্সিং ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে বাতিলের দাবিতে যশোরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। রোববার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক–কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই স্মারকলিপি দেয়।

স্মারকলিপির মাধ্যমে তাদের দাবিটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

সকাল সাড়ে দশটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। এ সময় কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী শ্রমিক দল যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু জাফর। তিনি বলেন, বিদ্যুৎ বিভাগে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেওয়ার ফলে শ্রমিকরা তাদের স্থায়ী নিয়োগের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। একইসঙ্গে তাদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। আমরা এই বিতর্কিত পদ্ধতি বাতিল করে যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

নেতৃবৃন্দ উল্লেখ করেন, শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার দীর্ঘমেয়াদী স্থায়িত্বের জন্য আউটসোর্সিং প্রক্রিয়া বাতিল করা অপরিহার্য।

স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,যশোর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন,সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. হাফিজুর রহমান,পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক–কর্মচারী ইউনিয়নের সভাপতি ফারুক আহম্মেদ সিদ্দিকী প্রমুখ।

শ্রমিক নেতৃবৃন্দ দৃঢ়ভাবে আশা প্রকাশ করেন যে, সরকার দ্রুত এই নিয়োগ পদ্ধতি বাতিল করে বিদ্যুৎ শ্রমিকদের যৌক্তিক দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।