প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, হোটেলে তরুণী হাসপাতালে ভর্তি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ এনেছেন এক তরুণী। গত ২৭ নভেম্বর রাত ৯টার দিকে যশোরের রাজারহাটের বিকে সিটি হোটেল এন্ড রেস্টুরেন্টেস-এ ঘটনাটি ঘটেছে বলে ভুক্তভোগী জানিয়েছেন। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী তরুণী চৌগাছা উপজেলার বাসিন্দা। তার অভিযোগ, চৌগাছার কাজীপাড়ার বাসিন্দা আরিফিন আহমেদ কৌশিক-এর সঙ্গে তার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ২৭ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে কৌশিক তাকে বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে যশোরের রাজারহাটের বি কে সিটি হোটেলে নিয়ে যান। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর তরুণীর শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মোমিনুল হক বলেন, এ ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে, ওই তরুণী হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

অন্যদিকে, অভিযুক্ত কৌশিকের মোবাইল নাম্বারে কল করা হলে তিনি প্রথমে আমতা আমতা করেন এবং পরে বলেন, ভাই, এ বিষয়ে আমি আপনার সঙ্গে পরে কথা বলব।” এই বলে তিনি ফোন কেটে দেন।

বিকে সিটির অফিসিয়াল মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেন সাবির হোসেন। তিনি বলেন,এ ঘটনায় এখনো তো কোনো মামলা হয়নি।

এ কারণে তিনি এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি। পুলিশ আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে এবং ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।