জ্ঞান অর্জনে পাঠাগারের বিকল্প নেই: বক্তারা
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের চৌগাছা উপজেলার বাড়ীয়ালী যুব পাঠাগারের উদ্যোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। জ্ঞান অর্জনের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পাঠাগারের গুরুত্ব অপরিসীম বলে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা অভিমত দেন।
শুক্রবার সকাল ১১টায় পাঠাগার হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
পাঠাগারের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট মুনশী মেহেরুল্লাহ গবেষক নাসির হেলাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনশী মেহেরুল্লাহর প্রপৌত্র কর্ণেল (অবঃ) ড. মেহের মহব্বত।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, যশোর প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা ও লেখক-গবেষক বেনজিন খান। যশোর কবি নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রহমান। খুলনা পিআইবির পরিচালক এস.এম কবির। চুয়াডাঙ্গা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক কবি দীপক সাহা। কবি আহমদ রাকীব। কবি ও কথাসাহিত্যিক ডা. শেখ আলাউদ্দিন। বারোবাজার প্রত্নতত্ত্ব সংরক্ষণ কমিটির সদস্য সচিব মাস্টার আরশেদ আলী পাতা।
এ সময় অতিথিবৃন্দ কৃতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি জ্ঞান অর্জনের জন্য পাঠাগারের কোনো বিকল্প নেই। অনেক উন্নত গ্রামেও বই পড়ার জন্য কোনো লাইব্রেরি বা পাঠাগার নেই। গ্রামের বা এলাকার মানুষের উচিত এই পাঠাগার নিয়ে গর্ব করা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঠাগারের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মন্টু, সভাপতি মোঃ রওশন আলী, সাহিত্য সম্পাদক ও সাংবাদিক জুবায়ের হোসেন, কার্যনির্বাহী সদস্য ও সাংবাদিক উবাঈদ হুসাইন আল্ সামি, আব্দুল্লাহ আল মামুন, নূরুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ। পাঠাগারের এই উদ্যোগকে এলাকার সুধীজন ও অভিভাবকরা সাধুবাদ জানিয়েছেন।




