স্বাধীন কন্ঠ ডেস্ক
মহান বিজয় দিবস উপলক্ষে পূজা উদযাপন পরিষদ যশোরের উদ্যোগে লালদীঘি পাড়ের হরিসভা মন্দিরের সামনে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সহসভাপতি দুলাল সমাদ্দার, অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বস, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আর্চায্য, নীলগঞ্জ মহশ্মশান পূজা মন্দিরের আহবায়ক অধ্যাপক আলোক ঘোষ।
আরো অংশ নেন যশোর সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি রবিন কুমার পাল, সাধারন সম্পাদক প্রশান্ত সরকার, অধ্যক্ষ অমল কুমার বিশ্বাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যশোরের সদস্য সচিব নির্মল কুমার বিট, বাবু হালদার, কার্তিক ভৌমিক, গৌরব ঘোষ, দেব কুমার প্রমুখ।




