যশোরে হত্যা মামলার আসামিসহ আটক দুই

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

র‌্যাব যশোরের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে অভয়নগর থানার শামীম শেখ হত্যা মামলার আসামি সাইফুলকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে। এ ছাড়া যশোর সদর থানার আকাশ হত্যা মামলার পলাতক আসামি আল আমিনকে যশোর রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার এ অভিযান চলে বলে প্রেস বার্তায় জানানো হয়। তারা জানায়, সংবাদের ভিত্তিতে গাজীপুর টঙ্গীপূর্ব থানাধীন জয়দেবপুর এলাকায় যশোরের অভয়নগরে গুলি করে শামীম শেখকে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম আসামি সাইফুল ফকির (২২) আত্মগোপনে আছে। র‌্যাবের একটি যৌথ দল ৫ ডিসেম্বর দিনগত রাত ৮টা ২০ মিনিটের দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আসামি সাইফুল ফকিরকে গ্রেফতার করা হয়। সে যশোরের অভয়নগর থানার রানাগাতি দক্ষিণপাড়ার ইসলাম ফকিরের ছেলে।

র‌্যাবের অপর একটি দল ৫ ডিসেম্বর রাত ৮টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, যশোর রেলস্টেশন এলাকায় ২০১২ সালের যশোর কোতয়ালি থানার চাঞ্চল্যকর আকাশ (১৮) হত্যা মামলার একজন পলাতক আসামি আত্মগোপনে আছে। পরে রেলস্টেশন সংলগ্ন রূপসা হোটেলে রাত ৮টা ৪০ মিনিটের দিকে অভিযান চালিয়ে আকাশ হত্যা মামলার পলাতক আসামি আল আমিনকে গ্রেফতার করে। সে যশোর সদর থানার তালতলা রায়পাড়ার ইসমাইল হোসেন খোকনের ছেলে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।