যশোরে প্রায় কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের সীমান্ত এলাকা থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোরে ৪৯ বিজিবির একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করে। যশোর সদর উপজেলার দাইতলা ব্রিজ এলাকায় এই অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তির নাম বিকাশ কুমার ঘোষ (৩৪)। সে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দা।

সন্দেহজনক চলাফেরা দেখে তাঁকে থামানো হলে প্যান্টের পকেটে কৌশলে লুকিয়ে রাখা ৫১৫ দশমিক ৯ গ্রাম ওজনের তিনটে স্বর্ণেরবার এবং চারটি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, জব্দকৃত স্বর্ণ ছাড়াও বিকাশ কুমার ঘোষের কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি হাতঘড়ি এবং নগদ ১ হাজার ৫৪৯ টাকা জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণবার ও সামগ্রীর মোট বাজারমূল্য ৯৩ লাখ ৫৯ হাজার ৮০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত বিকাশ কুমার ঘোষ বিজিবিকে জানান যে তিনি ঢাকার তাঁতিবাজার থেকে স্বর্ণ সংগ্রহ করেছিলেন এবং যশোর সীমান্ত পথে অবৈধভাবে এই স্বর্ণ ভারতে পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আরও বলেন, আটককৃত পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।