যশোরে শিশু ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের রায়মানিক গ্রামে নয় বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসছে স্থানীয় এলাকাবাসী।

বুধবার দুপুরে অভিযুক্ত ধর্ষক সোহাগের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরজুড়ে এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে তারা।

এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে অবশেষে প্রেসক্লাব যশোরের সামনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে যোগ দেন বিভিন্ন শ্রেণি-পেশার বহু মানুষ।

বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত সোহাগ ও তার পরিবারের সদস্যরা মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত ভুক্তভোগী পরিবারকে হুমকি-ধামকি দিচ্ছেন। এমনকি ‘দেখে নেওয়ার’ হুমকিও দেওয়া হচ্ছে বলে সমাবেশে অভিযোগ করা হয়।

গত ৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে ওই শিশুটি এলাকার মুদি দোকানদার সোহাগের দোকানে ‘সেন্টার ফ্রুট’ কিনতে গিয়েছিল। অভিযোগ, এই সুযোগে সোহাগ শিশুটির মুখ চেপে ধরে দোকানের পাশে থাকা গোডাউনে নিয়ে যায়। এরপর গামছা দিয়ে মুখ বেঁধে শিশুটিকে ধর্ষণ করে।

সোমবার বিষয়টি জানাজানি হওয়ার পরই অভিযুক্ত সোহাগ দ্রুত এলাকা থেকে পালিয়ে যায়।

মঙ্গলবার ভুক্তভোগী শিশুর পরিবার কোতোয়ালি থানায় এ ঘটনায় মামলা দায়ের করে। যদিও ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্ত সোহাগ এখনও অধরাই রয়েছে। সোহাগের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

ঘটনা প্রসঙ্গে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল বলেন, “আমরা মামলাটি রেকর্ড করেছি। অভিযুক্ত আসামি সোহাগকে দ্রুত আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আশা করি দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।”

এলাকাবাসীর দাবি, অভিযুক্ত ধর্ষক সোহাগকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকর করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়।