স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের কেশবপুরে শিক্ষা সফরে আসা সুরেন্দ্রনাথ কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ১২ জন শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (১০-১২-২৫) বিকালে পুলেরহাট–রাজগঞ্জ মহাসড়কের কেশবপুরের চাঁদড়া বড় মসজিদ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শিক্ষার্থীরা জানান, সকালে তারা যশোর বিমানবন্দর পরিদর্শনের পর মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা সাগরদাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পতিমধ্যে ৪টি বাসের ১টি যার নম্বর-ঢাকা মেট্রো–ব ১৫-৪১৯২ বাসটি চাঁদড়া বড় মসজিদের কাছে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়েখাদে পড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা বলেন, বাসটি উল্টে খাদে পড়ে যাওয়ার পর আমরা জানালা ভেঙে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।




