স্বাধীন কন্ঠ ডেস্ক
‘আত্মহত্যা প্রতিরোধে দায়িত্বশীল মিডিয়া রিপোর্টিং’ বিষয়ে যশোরের গণমাধ্যমকর্মীদের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় একটি হোটেলের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে এই জেলার ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ সমাপণীতে প্রধান অতিথি ছিলেন, যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা।
প্রশিক্ষণ কর্মসূচিতে ট্রেনার হিসেবে ছিলেন, টেলিসাইকিয়াট্রি রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক লি. এর ফাউন্ডার এন্ড ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার তানজির রশিদ সরন, প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার কাজী শাম্মীন আজমেরি, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আবিদা সুলতানা, এনটিভির যশোর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সজল, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জুয়েল মৃধা ও দৈনিক লোকসমাজের প্রধান প্রতিবেদক হাবিবুর রহমান রিপন।
প্রশিক্ষণে জানানো হয়, গণমাধ্যমকে আত্মহত্যা বিষয়ক রিপোর্টিংয়ের ক্ষেত্রে আরও বেশি দায়িত্বশীল হওয়া প্রয়োজন। সংবাদের মাধ্যমে যেনো কোনোভাবেই আত্মহত্যা প্রবণতাকে উৎসাহিত না করা হয়, সেদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। দায়িত্বশীল রিপোর্টিং পাঠকের মধ্যে আত্মহত্যার প্রবণতা কমাতে সাহায্য করবে। টেলিসাইকিয়াট্রি রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক লি. ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট যৌথভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণ শেষে সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।




