স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর হাসপাতালের তৃতীয় তলায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় গুলি, ধারালো চাকু ও অন্যান্য সরঞ্জামাদিসহ রাসেল মুন্সি (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে হাসপাতাল পুলিশ। তার গতিবিধি অস্বাভাবিক মনে হওয়ায় তাকে আটক করা হয়। আটক রাসেল মুন্সি খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের মৃত সবুর মুন্সির ছেলে বলে জানা গেছে।
হাসপাতাল পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে রাসেল মুন্সি একটি শপিং ব্যাগ হাতে হাসপাতালের তৃতীয় তলার বিভিন্ন করিডোরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিলেন। তার চলাফেরায় অস্বাভাবিকতা লক্ষ্য করলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের পুলিশ বক্সে নিয়ে আসেন।
পুলিশ বক্সে এনে তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশির সময় ব্যাগের ভেতর থেকে একটি থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি, একটি ধারালো চাকু, দুটি স্টিলের হুক,তিনটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়। গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি উদ্ধারের পরই তাৎক্ষণিকভাবে বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করা হয়।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তি কেন এসব সরঞ্জাম নিয়ে হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে ঘোরাফেরা করছিলেন। এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার উদ্দেশ্য কী ছিল, কোনো নাশকতা বা অপরাধমূলক পরিকল্পনার সঙ্গে তিনি জড়িত কিনা এসব বিষয় গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। আটক রাসেল মুন্সি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন এবং ঘটনার পূর্ণ তদন্ত চলছে।




