যশোর জেলা আওয়ামী লীগ নেতা লুৎফর কবীর বিজু আটক: গাড়ি পোড়ানোর মামলায় আদালতে সোপর্দ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোর জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লুৎফর কবীর বিজুকে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। বিএনপি’র গাড়ি পোড়ানোর ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে শহরের আরএন রোড এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, বিএনপি’র গাড়ি পোড়ানোর ঘটনার সঙ্গে লুৎফর কবীর বিজুর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, “প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসায় তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।”

উল্লেখ্য, লুৎফর কবীর বিজু যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা ছিলেন। তার গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।