যশোরে মতুয়া মিশন জেলা শাখার কাউন্সিল অধিবেশন ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মতুয়া মিশন জেলা শাখার আয়োজনে কাউন্সিল অধিবেশন ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের রেড ক্রিসেন্ট সোসাইটি হলে আয়োজিত এই সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ মতুয়া সম্প্রদায়ের ১৫০ থেকে ২০০ জন অনুসারী অংশগ্রহণ করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রী শ্রী গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মহামতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী সভাপতি শ্রীমতি সুবর্ণা ঠাকুর।

প্রধান অতিথি মহামতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর তাঁর বক্তব্যে সনাতন ধর্মের মূল ভিত্তির ওপর জোর দেন। তিনি বলেন, সনাতন ধর্মের মূল শক্তি হলো মানবতা, সত্য, শৃঙ্খলা ও পরোপকার। মতুয়া দর্শনের মূল শিক্ষাও মানুষকে মানুষ হিসেবে ভালোবাসা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং নৈতিক পথ অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করা।

তিনি মতুয়া মিশনের প্রতিটি কর্মী ও অনুসারীকে সমাজে শান্তি প্রতিষ্ঠা ও সাম্যবোধ জাগ্রত করতে ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও, আগামী প্রজন্মকে সনাতন মূল্যবোধে উজ্জীবিত করার আহ্বান জানিয়ে তিনি মতুয়া মিশনের সার্বিক অগ্রগতি ও ঐক্য ধরে রাখার জন্য সকলকে একযোগে কাজ করার অনুরোধ করেন।

যশোর জেলা মতুয়া মিশনের আহবায়ক গৌতম কুমার বিশ্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, যশোর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপঙ্কর দাস রতনসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ এবং মতুয়া সম্প্রদায়ের গণ্যমান্য অনুসারীরা।