যশোরে নতুন ভোট দেবেন একলাখ ৩৪ হাজার তরুণ-তরুণী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

আসন্ন ত্রয়োদেশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যশোরের ছয় সংসদীয় নির্বাচন এলাকায় যুক্ত হয়েছেন প্রায় এক লাখ ৩৪ হাজার তরুণ-তরুণী ভোটার। নির্বাচনে তারা প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবেন।
এবার যশোরে ১৮ বছর বয়সি এবং ভোটারযোগ্য ও বাদ পড়া মিলিয়ে নির্বাচনে ভোট দেবেন ২৪ লাখ ৭৩ হাজার ৯ জন। এর মধ্যে ১২ লাখ ৪০ হাজার ৬৪২ জন পুরুষ ও ১২ লাখ ৩২ হাজার ৩৪২ নারী এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ২৫ জন। এবার ভোটার বেড়েছে এক লাখ ৩৩ হাজার ৯৫৪ জন। এছাড়া এবার নির্বাচনে ৮২৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য চারহাজার ৬৬২টি ভোট কক্ষের ব্যবস্থা করা হবে। যশোর জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বাদশ সংসদ নির্বাচনে যশোর জেলায় ভোটার ছিল ২৩ লাখ ৩৯ হাজার ৫৫জন। এরমধ্যে পুরুষ ভোটার ছিল ১০ লাখ ৪৯ হাজার ১৪৪। নারী ভোটার ছিল ১০ লাখ ৪৩ হাজার ৩১২। দ্বাদশ সংসদ নির্বাচনে ব্যবহৃত ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ৮২৫টি এবং ভোট কক্ষের সংখ্যা ছিল পাঁচ হাজার ২১৭টি। একাদশ সংসদ নির্বাচনে যশোর জেলায় ভোটার ছিল ২০ লাখ ৯২ হাজার ৪৫৬।

যশোরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, যশোরের ছয়টি সংসদীয় আসনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

চূড়ান্ত ভোটার তালিকা সূত্রে জানা গেছে, যশোর-১ (শার্শা) আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১১ হাজার ৬৩৩। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৫ হাজার ৮০৭ ও নারী ভোটার একলাখ ৫৫ হাজার ৮২৩ এবং হিজড়া তিনজন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১০২টি। যার মধ্যে ভোট কক্ষের সংখ্যা ৬০৮টি।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে মোট ভোটার সংখ্যা চারলাখ ৮৫ হাজার ৯৬৮ জন। এ আসনে পুরুষ ভোটার দুইলাখ ৪৫ হাজার ১২৭ ও নারী ভোটার দুইলাখ ৪০ হাজার ৮৩৯ জন এবং হিজড়া দুইজন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৭৫টি, যার মধ্যে ভোট কক্ষের সংখ্যা ৯২০টি।

যশোর-৩ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা ছয় লাখ ১৩ হাজার ৪৬৩। এদের মধ্যে পুরুষ ভোটার তিন লাখ সাত হাজার ৫৫২ ও নারী ভোটার তিন লাখ পাঁচ হাজার ৯০১ এবং হিজড়া ১০ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৯০টি, যার মধ্যে ভোট কক্ষের সংখ্যা একহাজার ১২৫টি।

যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৫৮ হাজার ৫৩০ জন। এ আসনে পুরুষ ভোটার দুইলাখ ২৮ হাজার ৪৩৩ ও নারী ভোটার দুই লাখ ৩০ হাজার ৩৯ এবং হিজড়া চারজন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৪৮টি, যার মধ্যে ভোট কক্ষের সংখ্যা ৮৭০টি।

যশোর-৫ (মণিরামপুর) আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৭৪ হাজার ২৫২ জন। এ আসনে পুরুষ ভোটার একলাখ ৮৮ হাজার ৪৭৭ ও নারী ভোটার এক লাখ ৮৫ হাজার ৭৭১ এবং হিজড়া চারজন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১২৮টি, যার মধ্যে ভোট কক্ষের সংখ্যা ৭১২টি।

যশোর-৬ (কেশবপুর) আসনে মোট ভোটার সংখ্যা দুইলাখ ২৯ হাজার ১৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১৫ হাজার ২৪৬ ও নারী ভোটার এক লাখ ১৩ হাজার ৯১৫ এবং হিজড়া দুইজন। এ আসনে মোট ভোট কেন্দ্র ৮১টি, যার মধ্যে ভোট কক্ষের সংখ্যা ৪২৭টি।

যশোর চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়িয়ালী গ্রামের উবাঈদ হুসাইন আল সামি জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে একজন নতুন ভোটার হিসেবে আমি খুবই উৎসাহী। একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের নেতৃত্ব বাছাই করতে যে আমিও ভূমিকা রাখতে পারবো এটা ভাবতেই ভালো লাগে। সৎ, নির্ভীক এবং প্রগতিশীল মানুষ হিসেবে দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন; এমন প্রার্থীকেই ভোট দেবেন বলে জানান উবাঈদ হুসাইন আল সামি।

ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বোধখানা গ্রামের শিক্ষার্থী সালমান তানিম একই অনুভূতি জানিয়ে বলেন, দেখে-শুনে, বুঝে যোগ্য প্রার্থীকেই আমার প্রথম ভোট দেব।