যশোরে ইজিবাইক উল্টে মর্মান্তিক দুর্ঘটনা: সাত বছরের শিশুর মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরে ইজিবাইক উল্টে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তানিসা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত তানিসা যশোর জেলার সদর উপজেলার ইছালী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা মমিনুল ইসলাম তুষারের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে তানিসা তার বাবা-মায়ের সঙ্গে ইজিবাইকযোগে যশোর শহর থেকে নিজ বাড়ি ফুলবাড়ী ফিরছিল। ফুলবাড়ী সড়কে পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

দুর্ঘটনার ফলে শিশু তানিসা গুরুতরভাবে আহত হয়। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় ফুলবাড়ী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।