স্বাধীন কন্ঠ ডেস্ক
শহরকে যানজটমুক্ত রাখা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার লক্ষ্যে যশোর পৌরসভার উদ্যোগে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সোমবার সকালে শহরের বকুলতলা থেকে মুজিব সড়ক এলাকা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহম্মেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ফুটপাত ও সড়কের ওপর অস্থায়ীভাবে নির্মাণ করা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় একটি স্কেভেটর মেশিন ব্যবহার করে ফুটপাতের অবৈধ দোকানপাট ও কাঠামোসমূহ দ্রুত গুঁড়িয়ে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযানকালে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (পরিচ্ছন্ন শাখা) আব্দুর রাজ্জাক মন্টু, দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান নয়ন প্রমুখ।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহম্মেদ জানান, “শহরের যানজট নিরসন এবং পৌরবাসির স্বাভাবিক চলাচল নিশ্চিত করাই আমাদের এই অভিযানের মূল লক্ষ্য। শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান আগামিতেও অব্যাহত থাকবে।”
পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ, যারা দীর্ঘদিন ধরে ফুটপাত দখল ও যানজটের কারণে দুর্ভোগ পোহাচ্ছিলেন।




