যশোরে হাওর থেকে যুবকের লাশ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরের চৌগাছা সীমান্ত এলাকার একটি হাওরের পানি থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর মাসিলা বিওপি সংলগ্ন হাওরের পানিতে এই লাশটি ভাসতে দেখা যায়।

বিজিবি সূত্র জানায়, খবর পেয়ে মাসিলা বিওপির কমান্ডার টহল দলসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশের সহায়তায় বিজিবি লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশটি অজ্ঞাতনামা হলেও পরবর্তীতে আত্মীয়-স্বজনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। মৃত যুবকের নাম জিদনি, তিনি যশোর সদর উপজেলার রামনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর ধরে জিদনি তার মায়ের সঙ্গে ভারতে বসবাস করছিলেন। স্বজনরা জানান, গত ১২ তারিখ থেকে জিদনি নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে স্থানীয় লোকজন হাওরের পানিতে লাশ ভাসতে দেখে বিজিবিকে খবর দেয়। বিজিবি ও পুলিশের সহায়তায় লাশটি উদ্ধারের পর ঘটনাস্থলে উপস্থিত স্বজনরা তার পরিচয় নিশ্চিত করেন।

এ ঘটনায় নিহতের ফুপু মনিরা আক্তার তামান্না চৌগাছা থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি কেস) করেছেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, কীভাবে জিদনির মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।