স্বাধীন কন্ঠ ডেস্ক
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদীর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলায় ছাত্র-জনতার উদ্যোগে ‘লংমার্চ টু বর্ডার’ কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
শুক্রবার সকাল ১০টায় বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বেনাপোল বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে সীমান্ত লাগোয়া বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট বর্ডারে গিয়ে শেষ হয়।
মিছিলটি চেকপোস্ট এলাকায় পৌঁছালে যেকোনো পরিস্থিতি এড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন যে, “এই বাংলায় খুনিদের কোনো ঠাঁই নেই। অবিলম্বে হত্যাকারীদের ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
চেকপোস্ট এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা আব্দুল মান্নান। সমাবেশটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিকুর রহমান সাকিব।
সমাবেশে বক্তব্য রাখেন বেনাপোল পৌর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসাদুল্লাহ আল গালিব, সদস্য সচিব সাজেদুর রহমান শিপু, যশোর জেলা ছাত্রশিবিরের সদস্য রেজওয়ান রহমান আকাশ, শার্শা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান, দাওয়াহ সম্পাদক জাহিদ হাসানসহ অন্যান্য ছাত্রনেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ড জাতির জন্য গভীর উদ্বেগের বিষয়। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত এই হত্যার বিচার নিশ্চিত করা না হয়, তবে দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। তারা আলটিমেটাম দেন যে, অতি দ্রুত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হলে ভবিষ্যতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভ সমাবেশ শেষে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।



