স্বাধীন কন্ঠ ডেস্ক
শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা করে যশোরে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ছাত্র জনতার উদ্যোগে শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের আগে উপস্থিত ছাত্র সমাজ ও সাধারণ মুসল্লিরা একই স্থানে জোহরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেন। নামাজ শেষে মরহুম শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা গায়েবানা জানাজা আয়োজন করতে চাইলেও ধর্মীয় বিধি-নিষেধের কারণে উপস্থিত সকলের সম্মতিতে কেবল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অংশ নিয়ে বক্তারা শহীদ শরীফ ওসমান হাদীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদী ছিলেন অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর। তার এই আত্মত্যাগ জাতি কোনোদিন ভুলবে না। বক্তারা মরহুমের আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র সমাজ এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন, খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত,জেলা যুবদলের আহবায়ক এম তমাল আহমেদ,জাতীয় নাগরিক পার্টি যশোরের সংগঠক মো. নুরুজ্জামান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, গণঅধিকার পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবল, লেখক ও গবেষক বেনজির খান, বাংলার ভোর পত্রিকার সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দিন, সুবর্ণভূমির সম্পাদক আহসান কবির বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক আহবায়ক রাশেদ খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারুফ হাসান সুকর্ণ, ফাহিম আল ফাত্তাহ প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন যশোর জজকোর্ট জামে মসজিদের খতিব মুফতি মো. ইলিয়াস।




