হাদি ছিলেন অন্যায়, দুর্নীতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এক আপসহীন কণ্ঠস্বর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
স্বাধীন কন্ঠ ডেস্ক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন অন্যায়, দুর্নীতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এক আপসহীন কণ্ঠস্বর। ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এই বীর যোদ্ধাকে হত্যা করে দেশের লাখ লাখ হাদিকে দমিয়ে রাখা যাবে না। শনিবার বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা জামায়াত আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
যশোর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অধ্যাপক আবু জাফর। তিনি বলেন, “ফ্যাসিবাদ পালিয়ে গেলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা নানা পাঁয়তারা করছে। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় হাদিকে জীবন দিতে হয়েছে। হাদির রক্তের কসম, আমরা এই অপশক্তির বিরুদ্ধে জীবন দিয়ে সংগ্রাম চালিয়ে যাব।”
স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস বলেন, “শরীফ ওসমান হাদি বাংলাদেশের ১৮ কোটি মানুষের হৃদয়ে আছেন। তিনি ছিলেন জুলাই বিপ্লবের এক নির্ভীক যোদ্ধা। অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”
যশোর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ভিপি আব্দুল কাদের বলেন, হাদির জনপ্রিয়তা ও প্রতিবাদী ভূমিকা সহ্য করতে না পেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড কেবল একজন মানুষকে হত্যা নয়, বরং ন্যায়বিচার ও গণতন্ত্রের ওপর আঘাত।
জেলা প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, জেলা অফিস সেক্রেটারি নূরে আলী আল মামুন, শহর সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।
স্মরণ সভা শেষে শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান।