ওসমান হাদির মৃত্যুতে তারকাদের শোক ও প্রতিবাদ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বিনোদন ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের সাহসী যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে দেশ। তার আকস্মিক প্রয়াণে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করছেন শোবিজ অঙ্গনের তারকারাও।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি।

মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানেন এই সাহসী তরুণ নেতা।

হাদির মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই সামাজিকমাধ্যমে শোক ও প্রতিবাদে মুখর হয়ে ওঠেন দেশের জনপ্রিয় শিল্পী, অভিনেতা ও নির্মাতারা। বিনোদন অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।

সংগীতশিল্পী কনকচাঁপা এক শোকবার্তায় লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওসমান হাদিকে জান্নাত নসিব করুন। এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই।

আসামি ও নেপথ্যের ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।’ পরবর্তীতে তিনি কবিতার সঙ্গে হাদির একটি ছবি শেয়ার করে তার প্রতি শ্রদ্ধা জানান।

নির্মাতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিকমাধ্যমে লেখেন, ‘আমাদের ভাই হাদী রওনা দিয়েছেন অনন্তের পথে। আবরার, আবু সাঈদদের মতো হাদী শারীরিকভাবে না থেকেও আরও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে। ইউ ফেইলড টু কিল ওসমান হাদী!’

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা হাদির একটি ছবি পোস্ট করে লেখেন, ‘শহীদ ওসমান বিন হাদি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে থাকবেন।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ হাদি ও তার শিশুপুত্রের একটি আবেগঘন ছবি শেয়ার করে লেখেন, ‘নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।’

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক হাদির একটি ছবি শেয়ার করে প্রশ্ন তুলে লেখেন, ‘সে কোনো এমপি-মন্ত্রী ছিল না, কারও হক আত্মসাৎ করেনি, সাধারণ মানুষের উপর অন্যায় করেনি। তবুও-সামান্য কথার দায়ে, একটা জীবন এভাবে শেষ হয়ে পারে? যে বাকস্বাধীনতার জন্য, এতো আন্দোলন, এতো স্লোগান- আজ সেই স্বাধীনতা কোথায় দাঁড়িয়ে? ভিন্নমত মানেই কি শাস্তি? প্রশ্ন করাই কি অপরাধ? আজ হাদি, কাল কে? এই প্রশ্নটা এখনই, নিজেদের ভেতরে ফিরে তাঁকিয়ে করার সময়। আমি হাদিকে কোনোদিন সামনাসামনি দেখিনি। ওনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। কোনো রাজনৈতিক দলের সঙ্গেও আমি যুক্ত নই। তবুও আজ মনটা কেমন ছটফট করছে, একটা গভীর অস্বস্তি।’

শোবিজ তারকাদের এই শোকবার্তা ও প্রতিবাদী কণ্ঠস্বর সামাজিকমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকেই হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।