স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি।
সোমবার দুপুরে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সাবিরা নাজমুল মুন্নি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি। তিনি ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচন করবেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় তাঁর সাথে ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ ও কাজী আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশফাকুজ্জান খান রনিসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহের পর সাবিরা নাজমুল মুন্নি সাংবাদিকদের বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। আশা করি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হবে।
বিএনপির এই প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে যশোর-২ আসনে নির্বাচনী প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।




