ঝিকরগাছা আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাবিরা নাজমুল মুন্নি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি।

সোমবার দুপুরে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

​সাবিরা নাজমুল মুন্নি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি। তিনি ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

​মনোনয়নপত্র সংগ্রহের সময় তাঁর সাথে ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ ও কাজী আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশফাকুজ্জান খান রনিসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।

​মনোনয়নপত্র সংগ্রহের পর সাবিরা নাজমুল মুন্নি সাংবাদিকদের বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। আশা করি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হবে।

​বিএনপির এই প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে যশোর-২ আসনে নির্বাচনী প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।