বিনোদন ডেস্ক
সংসারের টানেই ক্যারিয়ারের চূড়ান্ত সময়টাকে উপেক্ষা করেছিলেন আফসান আরা বিন্দু। উপেক্ষা মানে উপেক্ষায়, যেখানে যদি বা কিন্তু ছিল না।
সেই সূত্রে অনেকেই বিশ্বাস করছিলেন, বিন্দু সম্ভবত ঘর-গেরস্থালি নিয়ে ভালোই আছেন এখনও। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করলেন বিন্দু নিজেই। জানালেন, তিনি আর বিবাহিতা নন!
সম্প্রতি রুম্মান রশিদ খানের সঞ্চালনায় মাছরাঙা টিভির পডকাস্টে অতিথি হয়ে বিচ্ছেদের বিষয়টি বিন্দু নিজেই নিশ্চিত করেন। জানান, আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে তিনি আর নেই। বিন্দু বলেন, ‘২০২২ সালে আমার বিবাহবিচ্ছেদ হয়েছে।’
আফসান আরা বিন্দুআরও বলেন, ‘আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে আগে কিছু জানানো হয়নি। সে কারণে অনেকের মধ্যেই বিভ্রান্তি রয়েছে। অনেকে মনে করেন আমি এখনও বিবাহিত। অনেকে আবার অস্বস্তির কারণে প্রশ্নও করেন না। কিন্তু বাস্তবতা হলো, আমি বিবাহিত নই। আমার সংসারের যাত্রাটা খুব ছোট ছিল। মাঝখানে দীর্ঘ সময়ের একটি বিচ্ছেদ ছিল।’
বিন্দু জানান, ২০১৭ সাল থেকেই তারা আলাদা থাকছিলেন। বিচ্ছেদের কারণ জানতে চাইলে তিনি তা প্রকাশ না করার সিদ্ধান্তের কথা জানান। অন্য একজনের জীবনের সঙ্গে বিষয়টি জড়িত উল্লেখ করে তিনি বলেন, প্রাক্তনের প্রতি সম্মানের জায়গা থেকেই বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করতে চান না।
সংসার ছাড়লেও অভিনয়ে কেন ফিরলেন না! এমন প্রশ্নের জবাবে বিন্দু জানান, সংসারের জন্য অভিনয় ছাড়ার চাপ ছিল, বিষয়টি এমন নয়। তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন সংসারে সময় দেওয়ার জন্য কাজ থেকে সরে দাঁড়াতে। তার মতে, একজন সাধারণ মানুষের মতো পারিবারিক জীবনযাপন করার ইচ্ছা থেকেই এই সিদ্ধান্ত এসেছিল।
আফসান আরা বিন্দু২০১৪ সালের অক্টোবরে বিয়ের পর আনুষ্ঠানিকভাবে মিডিয়া ছাড়েন আফসান আরা বিন্দু। দীর্ঘ বিরতির পর ২০১৯ সালে একটি ম্যারাথনে তাকে দেখা গেলেও অভিনয়ে নিয়মিত ফেরেননি। ২০২২ সালে আরিফিন শুভর সঙ্গে ‘উনিশ২০’ সিনেমায় অভিনয় করলেও এরপর আর নিয়মিত হননি তিনি।
২০০৬ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে দারুণ পরিচিতি পান বিন্দু। শুরুতেই বড় পর্দায় অভিষেক হয় ‘দারুচিনি দ্বীপ’-এর মাধ্যমে। এরপর নিয়মিত নাটকের বাইরে ‘জাগো’, ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’, ‘এই তো প্রেম’-সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেন তিনি।




