রোটারি ক্লাব অব যশোর রুপান্তরের সভাপতি বাপ্পি, সচিব আতিয়ার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
রোটারি ক্লাব অব যশোর রুপান্তরের ২০২৬-২৭ রোটারি বর্ষের জন্য নবনির্বাচিত বোর্ড ঘোষণা করা হয়েছে। এই বর্ষে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রোটারিয়ান হাসান কবির বাপ্পি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রোটারিয়ান আতিয়ার রহমান।

সোমবার (২২ ডিসেম্বর) ক্লাবের বার্ষিক সভা প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ২০২৬-২৭ বর্ষের প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান কবির বাপ্পি তার বোর্ডের কর্মকর্তাদের নাম প্রস্তাব করেন।

পরে নির্বাচন পরিচালক দেবব্রত ঘোষ চূড়ান্ত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। পাশাপাশি তিনি ২০২৭-২৮ রোটারি বর্ষের জন্য নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার খবরও নিশ্চিত করেন।

রোটারি ক্লাব অব যশোর রুপান্তরের ২০২৬-২৭ বর্ষের নির্বাচিত বোর্ডের অন্য সদস্যরা হলেন, সদ্য সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, প্রেসিডেন্ট নমিনি (২০২৭-২৮) কামরুল হাসান সোহেল, সহ সভাপতি শেখ নাজমুস সাকিব তপু, অর্থ সচিব শাহেদ আলি, ক্লাব প্রশিক্ষক দেবব্রত ঘোষ, পরিচালক শরিফুল আলম বুলু, কাজী আজিজুর রহমান রনি, মোসলেম আলী, হাফিজুর রহমান ও স্মৃতি কণা দাস, সার্জেন্ট অ্যাট আর্মস মনির হোসেন ও হাবিবুর রহমান নাসির।

এছাড়াও, ২০২৭-২৮ রোটারি বর্ষের জন্য প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রোটারিয়ান কামরুল হাসান সোহেল। নবগঠিত এই বোর্ডকে ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

নতুন সভাপতি হাসান কবির বাপ্পি বলেন, ক্লাবের সকল সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি নবনির্বাচিত কর্মকর্তাদের নিয়ে কাজ করবেন।