ঝিকরগাছার ত্রাস অস্ত্র ও ডাকাতিসহ ১৯ মামলার আসামি সোহাগ গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর জেলার ঝিকরগাছা থানা এলাকার ত্রাস হিসেবে পরিচিত অস্ত্র, ডাকাতি ও মাদকসহ ১৯টি মামলার প্রধান আসামি মো. সোহাগ খানকে (৩৬) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার বিকেলে শহরের প্যারিস রোড সংলগ্ন হ্যান্ডেল লাইট ক্যাফ রেস্টুরেন্টের সামনে থেকে সোহাগকে গ্রেফতার করা হয়।

দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি চৌকস দল তাকে আটক করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামি মো. সোহাগ খানের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও মাদকসহ সর্বমোট ১৯টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে গত ১০ অক্টোবর তারিখে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশারের নেতৃত্বে ঝিকরগাছা থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ দল ঝিকরগাছার কাউরিয়া গ্রামে সোহাগের হাঁসের খামারে অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করতে সক্ষম হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল হোতা সোহাগ পালিয়ে যান।

অভিযানকালে হাঁসের খামার থেকে একটি চাইনিজ কুড়াল, একটি খেলনা পিস্তল, লোহার শাবল, ওয়াকিটকি, ডিজিটাল ওজন মাপার যন্ত্র, লোহা কাটা করাত এবং জ্যাকেটসহ ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল। আটক সোহাগকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।