তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে আলোকচিত্র প্রতিযোগিতা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

প্রায় ১৭ বছর পর লন্ডনে নির্বাসন জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয়তাবাদী আলোকচিত্রীদের প্ল্যাটফর্ম ‘ছবির গল্প’। ‘১৭ বছর পর ঘরে ফেরার গল্প’ শীর্ষক এই প্রতিযোগিতার মাধ্যমে নেতার প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে মানুষের আবেগ, উদ্দীপনা ও প্রস্তুতির নানা মুহূর্ত ফ্রেমবন্দি করার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতাটি তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে।

গ্রুপ ‘এ’-তে থাকবে মোবাইল ফটোগ্রাফি (শৌখিন) সিঙ্গেল ইমেজ

গ্রুপ ‘বি’-তে ডিএসএলআর সিঙ্গেল ইমেজ ফটোগ্রাফি

এবং গ্রুপ ‘সি’-তে থাকবে ডিএসএলআর ফটো স্টোরি।

গ্রুপ ‘এ’ ও ‘বি’ থেকে তিন জন করে বিজয়ী এবং গ্রুপ ‘সি’ থেকে একজন বিজয়ী নির্বাচন করা হবে। বিজয়ীদের জন্য থাকছে ড্রোন, ল্যাপটপ, স্মার্টফোন, ডিজিটাল ক্যামেরাসহ আকর্ষণীয় পুরস্কার। এছাড়া নির্বাচিত সব আলোকচিত্রী পাবেন সার্টিফিকেট, স্মারক ও শুভেচ্ছা উপহার, পাশাপাশি ‘ছবির গল্প’ টিমের সঙ্গে কাজ করার সুযোগ।

প্রতিযোগিতার সেরা আলোকচিত্রগুলো নিয়ে ২০২৬ সালের ক্যালেন্ডার ও বুকলেট প্রকাশ করা হবে। আয়োজকরা জানিয়েছেন, নির্বাচিত ছবির কপিরাইট আলোকচিত্রীর কাছেই থাকবে, তবে অবাণিজ্যিক প্রয়োজনে ছবিগুলো ব্যবহারের অধিকার সংরক্ষণ করবে ‘ছবির গল্প’।

এ বিষয়ে ‘ছবির গল্প’-এর প্রধান আলোকচিত্রী খালেদ হোসেন পরাগ বলেন, ‘প্রিয় নেতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে সারাদেশের মানুষের মধ্যে যে আবেগ ও উদ্দীপনা তৈরি হয়েছে, তা আজীবনের জন্য সংরক্ষণ করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। যারা ফটোগ্রাফিকে ভালোবাসেন—শখের বশে কিংবা পেশাদার হিসেবে—তাদের আহ্বান, আপনারা এই ঐতিহাসিক মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে ইতিহাসের অংশ হোন।’

আয়োজকদের তথ্যমতে, প্রতিযোগিতার জন্য আলোকচিত্র তোলা যাবে ২৪ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ছবি জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫। আলোকচিত্রগুলোতে তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সমর্থকদের প্রত্যাশা, আবেগ-উদ্দীপনা, ব্যানার-পোস্টার, বরণ প্রস্তুতি, জনসমাগম এবং নিবেদিত প্রাণ সমর্থকদের প্রতিকৃতি তুলে ধরতে পারবেন অংশগ্রহণকারীরা।

প্রাথমিক বাছাই করবেন ‘ছবির গল্প’-এর আলোকচিত্রী দল। পরবর্তীতে দেশের খ্যাতিমান আলোকচিত্রীদের নিয়ে গঠিত জুরি বোর্ড চূড়ান্ত বিজয়ী নির্বাচন করবেন।

প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অংশগ্রহণের জন্য ইভেন্ট লিংক:

https://www.facebook.com/events/872285288619379