সীমান্তে বিপুল মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে। মঙ্গলবার বেনাপোল আইসিপি, শাহজাদপুর এবং আন্দুলিয়া বর্ডার আউট পোস্টের (বিওপি) সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় এই বিশেষ মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ধরনের চোরাচালানকৃত পণ্য উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, বিদেশি মদ, ভারতীয় উইনসারেক্স কফ সিরাপ, শাড়ি, কম্বল, শাল-চাদর, বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৯ হাজার ১০০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান রোধকল্পে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, “এরই অংশ হিসেবে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। দেশের অর্থনীতি ও তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় বিজিবি সর্বদা বদ্ধপরিকর।”

জব্দকৃত মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।