স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করায় বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। বুধবার বিকালে মনিরামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি মনিরামপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা “অবৈধ মনোনয়ন মানি না, মানবো না”-এমন বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নেতাকর্মীরা জানান, মনোনয়ন পরিবর্তনের সিদ্ধান্তে তারা হতাশ ও ক্ষুব্ধ। তারা দাবি করেন, ত্যাগী ও জনপ্রিয় নেতার প্রতি অবিচার করা হয়েছে। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কর্মসূচি দেয়ার ইঙ্গিতও দেন তারা।
প্রসঙ্গত, আসনটিতে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয় উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেনকে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট সমঝোতায় বুধবার দুপুরে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলাম (একাংশ)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে। এম ইকবাল হোসেনের মনোনয়ন পরিবর্তন করার প্রতিবাদে এ বিক্ষোভ করেন এম শহীদ ইকবালের সমর্থকেরা।




