ইঁদুর মারার ওষুধ খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
ইঁদুর মারার ওষুধ খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমা (২৫) নামে এক গৃহবধূ মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টায় যশোর জেনারেল হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়। নিহত নাজমা সদর উপজেলার পালবাড়ি তেঁতুলতলা মোড় এলাকার বাসিন্দা।

জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজারহাট এলাকায় একটি অজ্ঞাতনামা বাসের মধ্যে নাজমা ইঁদুর মারার ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

বাসের হেলপার ভিকটিমের কাছ থেকে তাঁর ডিভোর্সি স্বামীর মোবাইল নম্বর সংগ্রহ করে ফোন দেন। খবর পেয়ে তাঁর ডিভোর্সি স্বামী সোহান তাৎক্ষণিকভাবে রাজারহাট তেল পাম্পের সামনে থেকে তাঁকে উদ্ধার করেন। চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই তাঁকে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তির একদিন পর, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় নাজমা মৃত্যুবরণ করেন। ভিকটিমের মরদেহ পরবর্তী আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের জন্য বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।