‘ইন্টারনেট এক মিনিটও বন্ধ হবে না’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

বাংলাদেশে ভবিষ্যতে কোনো অবস্থাতেই যেন ইন্টারনেট পরিষেবা এক মুহূর্তের জন্যও বন্ধ না হয়, তা নিশ্চিত করতে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর চূড়ান্ত ও নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। তিনি বলেন, পুরোনো আইনটিকে আধুনিক ও যুগোপযোগী করার পাশাপাশি ইন্টারনেট শাটডাউন বন্ধ করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রেস সচিব জানান, আগে যে আইনটা ছিল সেটাকে আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। এর ফলে নিশ্চিত করা হয়েছে, যাতে বাংলাদেশের ভবিষ্যতে কোনো সময়ে ইন্টারনেট এক মিনিটের জন্য বন্ধ না হয়। এই বিষয়টা এখানে খুব বেশি জোর দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ কাঠামো শক্তিশালীকরণের মাধ্যমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মানে বিটিআরসি ক্ষমতা কার্যকারিতা ও জবাবদিহিতা সুসংহত করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রাহকের তথ্যের গোপনীয়তা ও সেবার মান নিশ্চিত করা হয়েছে। প্রতারণা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হয়েছে। টেলিকমিউনিকেশন বা ইন্টারনেট মাধ্যমে অনেকে এই জালিয়াতি অসম্ভব রকমের বেড়ে গেছে। সেটাকে আসলে অ্যাড্রেস করাটা এখন খুবই জরুরি।

প্রেস সচিব বলেন, “জাতীয় নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় আইনগত সুস্পষ্ট ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে। আইনগত ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে। বিনিয়োগবান্ধব ও প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করা হয়েছে এই আইনের মাধ্যমে। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নসহ আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বিধান রাখা হয়েছে।”

শফিকুল আলম বলেন, “বিটিআরসির সার্বিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা কমিটি’ শীর্ষক একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ ডিজিটাল অবকাঠামো সুরক্ষা প্রতারণা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে সুনির্দিষ্ট বিধান ও সংযোজন করা হয়েছে। অধ্যাদেশে সিআইএস (সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট) নামে একটি কারিগরি প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব করা হয়েছে। অধ্যাদেশে আইন উপদেষ্টাকে প্রধান করে একটি কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে। যা রাষ্ট্রের নিরাপত্তা বা জনশৃঙ্খলা স্বার্থে আইনানুক ইন্টারসেপশন সংক্রান্ত অনুবাদন প্রদান এবং সংশ্লিষ্ট কার্যাবলি সম্প্রদান করবে।”