স্বাধীন কন্ঠ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের গুরুত্বপূর্ণ দুটি আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে মনোনয়নপত্র সংগ্রহ করেছে গণঅধিকার পরিষদ। বুধবার দলের জেলা কমিটির দুই শীর্ষ নেতা জেলার দুটি সংসদীয় আসন থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেনন।
গণঅধিকার পরিষদের জেলা নেতৃবৃন্দ তাদের দলীয় প্রতীক ‘ট্রাক’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া) আসনে জেলার সহ-সভাপতি আবুল কালাম গাজী। যশোর-৫ (মনিরামপুর) আসনে জেলার সভাপতি এবিএম আশিকুর রহমান। গণঅধিকার পরিষদের নেতারা মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তাদের দৃঢ় মনোভাব প্রকাশ করেছেন।

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নিতে অন্যান্য দলের মতো গণঅধিকার পরিষদের নেতারাও নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠেছেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর নেতারা জানান, তারা তাদের প্রতীক ট্রাক নিয়ে জনগণের কাছে যাবেন। সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে কাজ করে যাবেন।




