স্বাধীন কন্ঠ ডেস্ক
প্রায় দুই দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে রোববার দুপুরে সন্ধান মিলেছে যশোরের ঝিকরগাছা থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেনের। এরআগে ১২ টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্বজনও নেতাকর্মীরা। রাসেলের বন্ধু ও জিয়া সাইবার ফোর্স ঝিকরগাছা উপজেলা কমিটির আহ্বায়ক বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, রোববার দুপুর পৌনে দুইটার দিকে তারা খবর পান যে রাসেল যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি এলাকায় অবস্থান করছেন। খবর পেয়ে তার ভাই ও স্বজনরা দ্রুত সেখানে গিয়ে তাকে খুঁজে পান।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, কেশবপুর থেকে রাসেল হোসেনকে উদ্ধার করা হয়েছে। সেখানে আমাদের ডিবির একটি টিম রয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে।”
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর রাত ৯টার দিকে ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর এলাকা থেকে রাসেল হোসেন নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়। পারিবারিক সূত্র জানায়, ঘটনার দিন বিকেলে রাসেল যশোর শহরের এয়ারপোর্ট কলোনিতে শ্বশুরবাড়িতে যান। সন্ধ্যায় নিজ গ্রামে ফিরে রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিকে রাসেল হোসেন নিখোঁজ থাকার প্রতিবাদ ও দ্রুত উদ্ধারের দাবিতে রোববার (২৮ ডিসেম্বর) সকালে যশোর–বেনাপোল মহাসড়ক অবরোধ করেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রায় দুই ঘণ্টা মহাসড়কে অবস্থান নেওয়ার পর পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।




