যশোর-৬ আসনে গণ অধিকার পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ করলেন জেসিনা মুর্শীদ প্রাপ্তি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গণ অধিকার পরিষদের নেত্রী জেসিনা মুর্শীদ প্রাপ্তি। তার এই অংশগ্রহণের মধ্য দিয়ে কেশবপুরের নির্বাচনী আমেজে নতুন উদ্দীপনা সৃষ্টি হলো।

রোববার তিনি যশোর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে জেসিনা মুর্শীদ প্রাপ্তির সঙ্গে গণ অধিকার পরিষদের বিভিন্ন অঙ্গ-সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রার্থীর প্রতি দৃঢ় সমর্থন ও ঐক্য প্রকাশ করে উপস্থিত ছিলেন, যশোর জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি হুমায়ন কবির মুরাদ, সাধারণ সম্পাদক তারেক হোসেন, যুব অধিকার পরিষদ যশোরের সাবেক সভাপতি রুবেল শেখ, গণ অধিকার পরিষদ কেশবপুরের সভাপতি সৈয়দ রেজাউল ইসলাম।

উপস্থিত নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে জেসিনা মুর্শীদ প্রাপ্তির বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, গণ অধিকার পরিষদ জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে এবং কেশবপুরের ভোটাররা পরিবর্তনের পক্ষে রায় দেবেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর জেসিনা মুর্শীদ প্রাপ্তি বলেন, আমি কেশবপুরবাসীর সেবা করার জন্য নির্বাচনে লড়তে এসেছি। আমি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং এই এলাকার উন্নয়নের জন্য কাজ করতে অঙ্গীকারবদ্ধ।