যশোর-৩ আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের মনোনয়ন দাখিল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত সোমবার তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি তাঁর পিতা, প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করে শ্রদ্ধা জানান।

কবর জিয়ারতের পর তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মিলিত হন এবং কারবালা মসজিদে জোহরের নামাজ আদায় করেন। এরপর দুপুরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসানের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্রটি তুলে দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে ছিলেন দলের সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। এসময় উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা এনাম সিদ্দিকি, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম, মুক্তিযোদ্ধা, ওলামা মাশায়েক এবং সনাতন ধর্মালম্বীদের প্রতিনিধিরা।

মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অনিন্দ্য ইসলাম অমিত জনগণের প্রতি তাঁর অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, “আমি আপনাদের সন্তান, আমি আপনাদেরই ভাই। আপনারা আমাদের অভিভাবক।” তিনি যশোরবাসীর কাছে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করার জন্য আন্তরিকভাবে আহবান জানান।