যশোরে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর শহরের খোড়কি স্টেডিয়াম পাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে সুমাইয়া খাতুন (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার আনুমানিক সকাল ৮টার দিকে নিজ বাসায় তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত সুমাইয়া খাতুন খোড়কি স্টেডিয়াম পাড়া এলাকার ইসরাফিলের স্ত্রী। তাঁরা এম এম কলেজ সংলগ্ন মসজিদের পাশে ডাক্তার ত্বোয়া’র বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সোমবার সকাল আনুমানিক ৮টার দিকে সুমাইয়া খাতুন নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বেলা আনুমানিক দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া খাতুনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ আত্মহত্যার কারণ ও অন্যান্য বিষয় খতিয়ে দেখছে।