যশোরে র‍্যাবের অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে ককটেল ও দেশীয় অস্ত্র মজুত রাখার অভিযোগে যশোর জেলার বাঘারপাড়া এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। গ্রেফতারকৃত ব্যক্তির নাম জামাল সরদার (৫০)। সে জয়রামপুর এলাকার জলিল সরদারের ছেলে। জামাল সরদারের কাছ থেকে ১৪টি ককটেল বোমা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৬ যশোর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ ডিসেম্বর) গভীর রাতে তারা জানতে পারে যে, বাঘারপাড়া থানাধীন জামদিয়া ইউনিয়নের জয়রামপুর এলাকার জামাল সরদার তার নিজ বাড়িতে ককটেল সদৃশ বিস্ফোরক দ্রব্য সংরক্ষণ করেছেন। র‍্যাবের একটি আভিযানিক দল সোমবার দিবাগত রাতে জয়রামপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে বিশেষ কায়দায় সংরক্ষণ করে রাখা ১৪ টি ককটেল বোমাসহ একটি ধারালো কুড়াল ও একটি ছুরি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামি মো. জামাল সরদারের বিরুদ্ধে ইতোপূর্বে একটি হত্যা চেষ্টা মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ আসামিকে যশোর জেলার বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।