স্বাধীন কন্ঠ ডেস্ক
দীর্ঘ ১৯ বছর পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় তিনি কার্যালয়ে পৌঁছালে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত তাকে ফুলেল অভ্যর্থনা জানান।
বিকেল ৩টায় গুলশানের বাসভবন থেকে নয়াপল্টনের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। তবে নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ও স্লোগানে তার গাড়ি বহরের গতি ধীর হয়ে যায়। বিকেল সাড়ে ৩টায় কার্যালয়ের সামনে পৌঁছালেও ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করতে তার আরও ৩০ মিনিট সময় লাগে।
তারেক রহমানকে বরণ করে নিতে আগে থেকেই কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। এছাড়া কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও তাকে স্বাগত জানান।
কার্যালয়ে প্রবেশের আগে তারেক রহমান বারান্দায় দাঁড়িয়ে নিচে অপেক্ষমাণ হাজারো নেতাকর্মীকে হাত নেড়ে অভিবাদন জানান। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আজ আমাদের কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। আপনাদের ভালোবাসায় আমি অভিভূত, তবে আপনাদের অবস্থানের কারণে রাস্তায় যেন যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।” তিনি নেতাকর্মীদের শান্ত থেকে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার আহ্বান জানান।
তারেক রহমানের আগমনের খবরে দুপুর থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে দীর্ঘক্ষণ স্লোগান দেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
উল্লেখ্য, দলীয় সূত্র অনুযায়ী, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে নয়াপল্টনের এই কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিলেন।




