আন্তর্জাতিক গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা, বিবিসি, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), দ্য ডন, এনডিটিভি ও দ্য টাইমস অব ইন্ডিয়াসহ শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিসসহ দীর্ঘদিনের বহুমুখী জটিল অসুস্থতার সঙ্গে লড়াই করে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে মৃত্যুবরণ করেছেন।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স লিখেছে, খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী অধ্যায়ের অবসান ঘটালো। প্রতিবেদনে সেনা শাসনবিরোধী আন্দোলন ও রাজনৈতিক বৈরিতার মধ্যেও তার আপসহীন অবস্থানের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮০ বছর বয়সে মারা গেছেন। তার রাজনৈতিক জীবনের উত্থান-পতন ও নেতৃত্বের ভূমিকার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন জানিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেগম খালেদা জিয়া মারা গেছেন। তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আনুষ্ঠানিকভাবে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে বলা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও এনডিটিভি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি বড় শূন্যতা তৈরি করেছে। গত নভেম্বরে হাসপাতালে ভর্তির পর থেকেই তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল এবং শেষ দিকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন বলেও জানানো হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনকে ‘নাটকীয়’, ‘সংগ্রামময়’ এবং বাংলাদেশের রাজনীতির জন্য ‘গুরুত্বপূর্ণ অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছে।

চিকিৎসকদের বরাতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ৮০ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয় বলে তার চিকিৎসকরা জানিয়েছেন।