সাংবাদিক শহিদ জয়ের স্ত্রীর মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি ও প্রেসক্লাব যশোরের সদস্য সাংবাদিক শহিদ জয়ের সহধর্মিনী শামিমা আক্তার স্বপ্না আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার রাত ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্বামী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শহিদ জয় জানান, দীর্ঘদিন ধরেই তার স্ত্রী অসুস্থ ছিলেন। এর আগেও তিনি তিনবার স্ট্রোক করেন।

সর্বশেষ গত শনিবার তিনি আবারও স্ট্রোক করেন। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থারঅবনতি হওয়ায় দুই দিন আগে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। মঙ্গলবার রাত ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বুধবার জোহর নামাজের পর যশোর শহরের ঝুমঝুমপুর বিডিআর ক্যাম্পের পেছনে নিজ এলাকায় তার স্ত্রীর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর কারবালা কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। তিনি তার স্ত্রীর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এদিকে তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সাবেক সম্পাদক আহসান কবীর বাবু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নূর ইসলাম, সিনিয়র সাংবাদিক জুয়েল মৃধা, সাংবাদিক ইউনিয়ন যশোরের দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলামসহ সাংবাদিক নেতৃবৃন্দ। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রেসক্লাব যশোর। শোক প্রকাশ করেছেন গ্রামেরকাগজ সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিনসহ কাগজ পরিবার।