বিশ্বজুড়ে খ্রিস্টীয় বর্ষবরণ উৎসব

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের বিভিন্ন দেশে সময় অঞ্চলের পার্থক্য অনুযায়ী একে একে ২০২৬ সালে প্রবেশের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নববর্ষ উদযাপন।

নতুন বছরকে স্বাগত জানাতে প্রথম দিকের বড় শহরগুলোতে মধ্যরাতে আতশবাজির ঝলকানি দেখা যায়, আর জনসমাগমস্থলে ভিড় করেন বিপুলসংখ্যক মানুষ।

রাত যত গড়াবে, আমেরিকা মহাদেশের দেশগুলোতে নানা আয়োজনের মাধ্যমে বিশ্বব্যাপী নববর্ষের উদযাপন শেষ হবে—রিও ডি জেনেইরোর সৈকত থেকে শুরু করে নিউইয়র্কের টাইমস স্কয়ারসহ বিভিন্ন জায়গায় এসব অনুষ্ঠান হবে।

২০২৬ সালের প্রথম প্রহরে বিশ্বজুড়ে মানুষ কীভাবে উদযাপনে মেতে উঠেছিল, তার কয়েকটি ছবি দেখানো হলো—
sydney
সিডনিতে সিডনি হারবার ব্রিজের ওপর আকাশে আতশবাজি ফেটে ওঠে।
Burj
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার চারপাশে আতশবাজি।
Moscow
রাশিয়ার মস্কোতে নববর্ষের রাতে রেড স্কয়ারে একটি চেয়ার ক্যারোসেলে চড়ে আনন্দ উপভোগ করছে মানুষজন।
Tokyo
জাপানের টোকিওতে জোজোজি বৌদ্ধ মন্দিরে নববর্ষ উদযাপনে মানুষজন জড়ো হয়।
HongKong
২০২৬ সালকে বরণ করে নিতে হংকংয়ে আয়োজিত নববর্ষের কাউন্টডাউন অনুষ্ঠানে মানুষজনের অংশগ্রহণ।

তথ্যসূত্র : আল জাজিরা