স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার ঘোষিত এই দলে প্রোটিয়াদের অধিনায়ক হিসেবে থাকছেন এইডেন মারক্রাম।
দলে ফিরেছেন কুইন্টন ডি কক। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ভেঙে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চোট কাটিয়ে প্রত্যাবর্তন করা আইনরিখ নর্কিয়াও রয়েছেন এই দলে।
ব্যাটিং বিভাগে মারক্রামের সঙ্গে রয়েছেন ডি কক, টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, জেসন স্মিথ, ডেভিড মিলার ও ডোনোভান ফেরেইরা। পেস আক্রমণে আছেন কাগিসো রাবাদা, কিউনা মাফাকা, নর্কিয়া, লুঙ্গি এনগিদি ও করবিন বশ।
স্পিন বিভাগে মূল ভরসা কেশব মহারাজ। তাকে সহায়তা করবেন জর্জ লিন্ডে। প্রয়োজনে মারক্রাম ও ফেরেইরাও স্পিন বোলিং করতে পারেন।
বিশ্বকাপে গ্রুপ ‘ডি’-তে দক্ষিণ আফ্রিকার সঙ্গে রয়েছে আফগানিস্তান, নিউজিল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা এখনও শিরোপা জিততে পারেনি। তবে সর্বশেষ আসরে তারা ফাইনালে ভারতের কাছে হার মানে।
দল: এইডেন মারক্রাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডোনোভান ফেরেইরা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, কিউনা মাফাকা, লুঙ্গি এনগিদি, জেসন স্মিথ, জর্জ লিন্ডে, করবিন বশ, আইনরিখ নর্কিয়া।




