স্বাধীন কন্ঠ ডেস্ক
ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপারব্র্যান্ড ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন–২৩-এর আওতায় দেশজুড়ে ওয়ালটন পণ্য কিনে গ্রাহকরা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির সাইড বাই সাইড ফ্রিজসহ নানা ধরনের ফ্রি ও নিশ্চিত উপহার। গত ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে প্রতিদিনই অসংখ্য ক্রেতার হাতে উপহার তুলে দিচ্ছে ওয়ালটন।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি যশোরের বিভিন্ন ওয়ালটন প্লাজা ও ডিস্ট্রিবিউটর শোরুম থেকে ফ্রিজ কিনে ফ্রি পাওয়া উপহার হিসেবে সাইড বাই সাইড ফ্রিজ ও ফ্রিজ–৩ ক্রেতাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
উপহারপ্রাপ্ত সৌভাগ্যবান ক্রেতারা হলেন—যশোর সদর উপজেলার কবির উদ্দিন ও সৌরভ হোসেন এবং পার্শ্ববর্তী মাগুরা জেলার শালিখা উপজেলার রনজিৎ বিশ্বাস, যিনি সাইড বাই সাইড ফ্রিজ উপহার পেয়েছেন।
বুধবার শহরের একটি বেসরকারি অভিজাত হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান ক্রেতাদের হাতে এসব উপহার তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাড়িখানা ওয়ালটন প্লাজার ম্যানেজার জাহিদুল ইসলাম, আর এন রোড শাখার ম্যানেজার জাবের হোসেন, পালবাড়ি মোড় ওয়ালটন প্লাজার ম্যানেজার তোফাজ্জেল হোসেন এবং নিউ মার্কেট ওয়ালটন প্লাজার ম্যানেজার হেদায়েতুল ইসলাম।
উপহারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে আমিন খান বলেন, “কোটি কোটি গ্রাহকের আস্থা ও ভালোবাসার কারণেই ওয়ালটন আজ দেশের শীর্ষ টেক জায়ান্টে পরিণত হয়েছে। এর ফলে ইলেকট্রনিক্স খাতে আমদানি নির্ভরতা কমে সাশ্রয় হচ্ছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং সমৃদ্ধ হচ্ছে দেশীয় শিল্প।”
দেশীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে দেশীয় পণ্য ক্রয় ও ব্যবহারের জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “ওয়ালটনের গুণগতমানের পণ্য শুধু দেশের বাজারেই নয়, আন্তর্জাতিক বাজারেও আস্থা অর্জন করেছে। ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন পণ্য বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। ভবিষ্যতে বিশ্বের শতাধিক দেশে ব্র্যান্ড ব্যবসা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ওয়ালটন।”
অনুষ্ঠানে নির্ধারিত প্রতিশ্রুতি অনুযায়ী উপহার প্রদান করায় ওয়ালটনকে ধন্যবাদ জানান উপহারপ্রাপ্ত ক্রেতারা।
ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, সিজন–২৩ ক্যাম্পেইনের আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুম কিংবা অনলাইনে ই-প্লাজা থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলে ক্রেতারা উপহারের এসএমএস পাচ্ছেন। পাশাপাশি ‘আমার আওয়াজ’ মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের জন্য রয়েছে বাড়তি সুবিধা।
আগামী ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এই বিশেষ ক্যাম্পেইনের সুবিধা উপভোগ করতে পারবেন ক্রেতারা।




