এইচএসসির নির্বাচনী পরীক্ষা পিছানোর দাবিতে যশোরে বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
স্বাধীন কন্ঠ ডেস্ক
এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা নির্বাচনী পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে যশোরে বিক্ষোভ মিছিল করেছে। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এই মিছিল মিছিলে অংশ নেন। মিছিলরত শিক্ষার্থী যশোর শিক্ষাবোর্ড ঘেরাও করে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকে। তাদের দাবি ৫ ডিসেম্বর এইচএসসির নির্বাচনী পরীক্ষা স্থগিত করে নোটিশ প্রকাশ করার পরের দিন হঠাৎ পুনরায় নোটিশ করা হয় ৭ ডিসেম্বর থেকেই নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা বন্ধের নোটিশ পেয়ে অনেক শিক্ষার্থী ছুটিতে গ্রামে চলে গেছে। পরীক্ষা পিছানোর দাবিও করেন তারা। এসময়, তাদের দাবিগুলো তুলে ধরেন, জাহিন মির্জা,মো. সামি ও তানভীরুল ইসলাম।
যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মতিন শিক্ষার্থীদের দাবির বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে জানান। তিনি বলেন, সরকারি ছুটি সকল বোর্ডের সিদ্ধান্তের পর পুনরায় পরীক্ষা নেওয়ার নোটিশ করা হয়েছে। শিক্ষার্থীদের বিষয়টা বিবেচনা করে একটা সিদ্ধান্ত জানাবো হবে।#