‘জুলাই গণঅভ্যুত্থানে তারেক রহমানের নেতৃত্বেই আন্দোলন করেছি’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করেছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান।

বুধবার (৭ জানুয়ারি) ঝিনাইদহে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘তারেক রহমানের নির্দেশনা মেনেই আমরা আন্দোলন করেছি।’

তিনি জানান, ‘তারেক রহমান তাকে ঝিনাইদহ-৪ আসনের দায়িত্ব দিয়েছেন।’
এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘বিএনপির তৃণমূল নেতাকর্মীরা আমাকে সমর্থন করবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করবেন।’

রাশেদ খান আরও বলেন, ‘সব মান-অভিমান ভুলে তারেক রহমানের নির্দেশনায় দলের সব নেতাকর্মী আমার পক্ষে কাজ করবেন।’

তিনি বলেন, ‘তারেক রহমানের নির্দেশের বাইরে গিয়ে দলের কেউ ধানের শীষের বিরুদ্ধে দাঁড়াবে না।’