স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে ঘুষের অভিযোগে দুদক আটকের ঘটনায় প্রাথমিক শিক্ষকরা মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে শিক্ষা অফিসার আশরাফুল আলমের নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা।
এসময় বক্তারা দাবি করেন, পরিকল্পিতভাবে প্রাথমিক শিক্ষা অফিসারকে ফাঁসানো হয়েছে। নুরুন্নবী নামে যে শিক্ষক এই ঘটনা সাজিয়েছেন তিনি আগে থেকেই বিতর্কিত। তাঁর নামে ছাত্রী হয়রানির অভিযোগ রয়েছে। কোনো সরকারি কর্মকর্তা ঘুষ নিলে এমন প্রকাশ্যে নেবে না। নুরুন্নবীর এক আত্মীয় দুদকে চাকরি করে। সেই সুবাদে অসৎ উদ্দেশ্যে নিয়ে এই ঘুষের নাটক সাজানো হয়েছে।
মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে নিঃশর্ত মুক্তিসহ চাকরি পুনর্বহাল না করলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন তারা।




